RG Kar: 'সিবিআই কী করতে চাইছে, বুঝতেই পারছি না', RG কর দুর্নীতি মামলায় CBI-কে শোকজ করল আদালত

ABP Ananda Live: সন্দীপ ঘোষদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে রাজ্যের অনুমোদনের পরও কেন জানানো হয়নি কোর্টকে ? ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে? CBI-এর IO-কে শোকজ বিশেষ আদালতের।  আর জি কর দুর্নীতি মামলায় CBI-কে শোকজ করল আদালত। CBI-এর তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত। 'সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?' সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে ধমক বিচারকের। সিবিআই কী করতে চাইছে, বুঝতেই পারছি না, মন্তব্য বিচারকের।

ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুলকালাম, পুরকর্মীদের বাধা। বহুতল তৈরির সময় কেন ব্যবস্থা নেওয়া হয়নি ? ছাদ কাড়লে থাকব কোথায় ? প্রশ্ন বাসিন্দাদের। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙতে বাধা, কোর্টের কড়া অবস্থানে বিধাননগরে ভাঙা হল বেআইনি বাড়ি। এবার কাঁকুড়গাছিতে বিপজ্জনকভাবে হেলে বহুতল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola