RG Kar: উপাচার্যের পদ থেকে সরানোর পরেও কীভাবে ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের
ABP Ananda Live: 'সরানোর পরেও কেন ওয়েবসাইটে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি?' 'সরানোর পরেও কেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি? 'দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগ সত্ত্বেও কেন এখনও বিতর্কিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা জ্বলজ্বল করছে?' প্রশ্ন তুলে সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও জুনিয়র ডাক্তাররা।
আরও খবর, হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপে এসে কোনওদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না, দিদি নম্বর ওয়ানের শুটিংয়ের জন্য। 'ছেলে যেনও পাশ করে যায়', জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের।