RG Kar Update: বিচারের দাবিতে ৪ মাস পার, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ৩ মাস পরে ফের শুনানি

Continues below advertisement

ABP Ananda Live: বিচারের দাবিতে ৪ মাস পার, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ৩ মাস পরে ফের শুনানি। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার স্টেটাস রিপোর্ট পেশ।
সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট পেশ করল CBI। 'আর্থিক দুর্নীতির তদন্তে চার্জশিট পেশ করা হয়েছে'। 'সরকারি পদে থাকা ২জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুতে রাজ্যের অনুমোদন চেয়েও মেলেনি'। '২৭ নভেম্বর আবেদন করা হয়েছে, এখনও অনুমতি দেয়নি রাজ্য সরকার'। প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ CBI-এর আইনজীবীর। অনুমোদনের বিষয়টি দেখুন, রাজ্যকে বললেন দেশের প্রধান বিচারপতি। কোনও আবেদনই করেনি CBI, পাল্টা দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের।
তদন্তের ৩ দিক, শুনানিতে বললেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। 'ভয়াবহ ধর্ষণ-খুন, প্রমাণ লোপাট ও হাসপাতালে দুর্নীতির তদন্ত চলছে'। '৫১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে'। 'আর জি কর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করব'। সুপ্রিম কোর্টে বললেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। প্রায় ৩ মাস পরে সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ১৭ মার্চ শুনানি । 'অপরাধে যদি আর কারও ভূমিকা থাকে, তাকেও খুঁজে বের করুক সিবিআই'। সুপ্রিম কোর্টে সওয়াল নিহত চিকিৎসকের পরিবারের। 'সিবিআই যথাযথ তদন্ত করছে, পরিবারের সঙ্গে যোগাযোগে আছে'। তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে জানালেন CBI-এর আইনজীবী। নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনায় কলকাতার প্রাক্তন সিপির বিরুদ্ধে মামলা প্রত্যাহার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram