RG Kar Update: RG কর মমলার রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ

ABP Ananda Live: কলকাতা হাইকোর্টে আর জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ। রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ। 

 

শহরে গুলেন বেরি সিনড্রোমের থাবা, আক্রান্ত ২ শিশু

শহরে গুলেন বেরি সিনড্রোমের থাবা। শহরে গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত ২ শিশু। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের ভেন্টিলেশনে ভর্তি ২ শিশু। শহরের আরও কয়েকটি হাসপাতালে ভর্তি GB সিনড্রোমে আক্রান্তরা। মহারাষ্ট্রে গুলেন বেরি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুণেতে আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। শোলাপুরে মৃত্যু একজনের। GB সিনড্রোম একটি অটো ইমিউন ডিসঅর্ডার। প্রথমে ব্যাক্টেরিয়া সংক্রমণ হয়। এরপরই শরীরে থাবা বসায় গুলেন বেরি সিনড্রোম। নিম্নাঙ্গ অবশ হয়ে রোগীর হাঁটাচলা বন্ধ হয়ে যায়। ফুসফুসের সঙ্গে যুক্ত নার্ভ শিথিল হয়ে সমস্যা বাড়ায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola