RG Kar: 'মুখ্যমন্ত্রী একবারও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর?' মন্তব্য অনশনরত জুনিয়র ডাক্তারদের

Continues below advertisement

ABP Ananda Live: ধর্মতলা থেকে শিলিগুড়ি, আমরণ অনশনের ১৪ দিন। কী হবে আন্দোলনের রূপরেখা? ঠিক করতে আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়রদের। বিচার-সহ ১০ দফা দাবিতে ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। 'মুখ্যমন্ত্রী একবারের জন্যেও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর? ১০ দফা দাবি মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জানি, আমাদের লড়াই ন্যায্য। প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে। আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন', মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের। আজ ভোরে শিয়ালদার ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জারি ওয়ার্ডে আগুন লাগে।  পুড়ে ছাই হয়ে যায় ওয়ার্ডের বেশিরভাগ অংশ। ৪৮ জন রোগীকে মানিকতলা ESI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকতলা ESI-এর ডেপুটি সুপার।  এই রোগীদের মধ্যে আছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। ৩ মাস আগে পা ভেঙে যায় তাঁর।  ক্রাচে ভর দিয়ে কোনও রকমে আজ ভোরে অগ্নিকাণ্ডের সময়ে দোতলা থেকে একতলায় নামেন দীপঙ্কর মণ্ডল। অর্থোপেডিক ওয়ার্ডেরই আরেক রোগী গড়িয়ার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। কোমর ভেঙে হাসপাতালে ভর্তি ।  তাঁকে পাঁজোকোলা করে নামিয়ে আনেন হাসপাতালের এক কর্মী। প্রবল আতঙ্ক এখনও পিছু ছাড়ছে না দুই রোগীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram