RG Kar Update: এবার অনশনে বসলেন লখনউ এর কিং জর্জ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা
ABP Ananda Live: আরজি করের জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার অনশনে বসলেন লখনউ এর কিং জর্জ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। ৩৬ ঘন্টার অনশন চলছে লখনউ এর কিং জর্জ মেডিক্যাল কলেজে। অনশনে অংশ নিয়েছে এই মেডিক্যাল কলেজের দুজন চিকিৎসক। অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে অনশনে বসেছেন তাঁরা।
আরও খবর, অনশনের দ্বাদশ দিনে ধর্মতলার ধর্নাস্থলে রাখিবন্ধন। আন্দোলনে সংহতি জানিয়ে অনশনকারীদের হাতে রাখি বাঁধলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সদস্য, সদস্যারা। বঙ্গভঙ্গের প্রতিবাদে ১৯০৫ সালের ১৬ অক্টোবর রাখিবন্ধন উৎসব পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে অনশনকারী জুনিয়র ডাক্তারদের হাতে রাখি পরানোর জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ। এদিন ধর্নামঞ্চে যান শিক্ষাবিদ পবিত্র সরকার। আন্দোলনকারীদের ১০ দফা দাবি সঙ্গত বলে তিনি জানিয়েছেন।