RG Kar Update: 'বাজারে সৌগত রায়ের এখন কোনও মূল্য়ই নেই', কটাক্ষ জহর সরকারের
ABP Ananda Live: আর জি করকাণ্ডে মুখ খোলায়, পদত্য়াগী দলীয় সাংসদ জহর সরকারকে আক্রমণ করেছিলেন, সৌগত রায়। বলেছিলেন, 'জহর সরকার তো ভোটেই দাঁড়ায়নি। ওর কথার কী মূল্য আছে?' সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায়, জহর সরকারকে 'একদিনের হিরো' বলেও কটাক্ষ করেছিলেন দমদমের সাংসদ। আজ তার পাল্টা ফিরিয়ে দিলেন জহর সরকার। সৌগত রায়কে কটাক্ষ করে প্রাক্তন আমলা বললেন, 'সুযোগ পেলেই উনি চিমটি কাটেন! আজে-বাজে বলেন বলেই ওকে তৃণমূল সিট দিচ্ছিল না। বাজারে সৌগত রায়ের এখন কোনও মূল্য়ই নেই।' সাংসদ পদ ছাড়া নিয়ে জহর সরকার এও বললেন, হাঁফ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না, সেটাও বুঝেছি।
আরও খবর, যতক্ষণ না নিরাপত্তা পাওয়া যাবে, ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সুপ্রিম কোর্টও বুঝিয়ে দিয়েছে, রাজ্য় সরকারের পদক্ষেপে তারাও সন্তুষ্ট নয়।
Tags :
Kolkata Crime News TMC Sougata Roy CBI Investigation RG Kar Update Kolkata Doctor Rape-Murder Kolkata Doctor Rape Murder Cbi Arrests In Rape Case Kolkata Cbi Case