RG Kar Update: 'সাত দফা দাবি পূরণ হয়নি, মিথ্যা বলা হচ্ছে', মন্তব্য জুনিয়র ডাক্তারের
Continues below advertisement
ABP Ananda Live: রাজভবন গেলেও রাজ্যপালের সঙ্গে কথা হল না জুনিয়র ডাক্তারদের। 'রাজ্যপাল শুধু দেখা করেছেন, ডেপুটেশন দিয়েছি, কোনও কথা হয়নি। রাজভবনে আমাদের ক্ষোভের কথা জানিয়েছি। রাজভবনের কর্মচারীর মাধ্যমে জেনেছি, আমাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ৭ দফা দাবি পূরণ হয়নি, মিথ্যা বলা হচ্ছে, এটা ভিত্তিহীন। মুখ্যসচিবের দাবির প্রেক্ষিতে পাল্টা দাবি জুনিয়র ডাক্তারদের। কেন বাকি ৩ দফা দাবি নিয়ে টাইমলাইন দিল না সরকার? আমরা কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে অনশন করছি না। সিনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে আমাদের ডাকা হয়নি', মন্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের।
আরও খবর, ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'আগে শুনেছি অনশন আমরণ, এখন তো হসপিটালাইজেশন', কটাক্ষ কল্যাণের।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College CV ANAND BOSE RG Kar Update Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Rape Murder