RG Kar News: ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের, স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে ৬ দফা পরামর্শ
RG kar Update: ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে ৬ দফা পরামর্শ দিয়ে মুখ্যসচিবকে ইমেল। 'কেন্দ্রীয় ভাবে হাসপাতালে খালি বেডের সংখ্যার উপর নজরদারি করতে হবে'। 'দালালরাজ ঠেকাতে দ্রুত বেডের তথ্য দেওয়ার বন্দোবস্ত করতে হবে'। 'হাসপাতালগুলির পরিস্থিতি পর্যালোচনা করে বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করতে হবে'। '১৪ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্ট্রাল রেফারেল সিস্টেমেও ঘাটতি রয়েছে'। 'সেন্ট্রাল রেফারেল সিস্টেমে স্থায়ী ডাটা এন্ট্রি অপারেটর রাখতে হবে'। 'সাধারণ মানুষের জন্য হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত স্পষ্ট তথ্য ডিসপ্লে বোর্ডে দিতে হবে'। মুখ্যসচিবকে পাঠানো জুনিয়র ডাক্তারদের ইমেলে উল্লেখ।
আরও খবর, দানার দাপটে বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে । নন্দীগ্রামে বহু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার বিশেষ প্রভাব পড়ল না বাংলায়। ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই 'অ্যারেস্ট' ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ABP Ananda Live