RG Kar Update: অবশেষে নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, ৩০ জনই নবান্নে যাচ্ছেন তাঁরা
Continues below advertisement
ABP Ananda Live: অবশেষে নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে নিজেদের অবস্থান থেকে সরছেন না তাঁরা। ১৫ জনের বেশি জন আসা যাবে না বলে জানিয়েছিল রাজ্য। কিন্তু জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানালেন, ৩০ জনই নবান্নে যাচ্ছেন তাঁরা। ঘটনাস্থলে কী পরিস্থিতি হবে, সেদিকে তাকিয়ে সকলে।
আরও খবর, আগের অবস্থানেই কার্যত অনড় থেকে জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের। নবান্নয় বিকেল ৫টায় আলোচনার ডাক। '১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না। বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব। বিকেল পৌনে ৫টার মধ্যে নবান্নে পৌঁছে যেতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ। ৮ ঘণ্টা পার, চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি। সকাল ৬টা থেকে তল্লাশি চালাচ্ছে ইডি।
Continues below advertisement
Tags :
Nabanna Junior Doctors Protest Kolkata Doctor Protest Kolkata Doctor Case Kolkata Junior Doctors Protest Political Tensions Rise In Bengal