RG Kar Update: আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

Continues below advertisement

ABP Ananda Live: ৮০ দিন পার এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের । আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। আজ রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযান। ৪ নভেম্বর,দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে 'অভয়া মঞ্চ'।

 

আরও খবর, বিষ্ণুপুর লোকসভায় হারের জন্য দলের একাংশকে দায়ী করলেন সুজাতা মণ্ডল। লোকসভা ভোটে দলের কিছু লোক তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে সেটিং করে তাঁকে হারিয়েছেন, বিজয়া সম্মিলনীতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের এই নেত্রী। ব্যক্তিগত মত, দলের সমর্থন নেই, জানাল তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram