RG Kar Update: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা | কবে, কোথায়?

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা। শনিবার সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের। নাগরিক সমাজকে ন্যায় বিচার যাত্রায় যোগ দেওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের। কলকাতা থেকে জয়নগর, কৃষ্ণনগর, শনিবার রাজ্যজুড়ে নির্যাতন-খুনের প্রতিবাদ। নাগরিক সমাজকে রাজ্য জুড়ে ন্যায় বিচার যাত্রায় সামিল হওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের।

আরও খবর, কলকাতা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে হাওড়ার উলুবেড়িয়া মহকুমার খালনা গ্রাম। লোকমুখে যা লক্ষ্মী গ্রাম বলে পরিচিত। আক্ষরিক অর্থে সত্যিই এই গ্রামে লক্ষ্মী দেবীর বরাবরের অধিষ্ঠান। প্রায় দেড়শো বছর আগে থেকে এই গ্রামে জাঁকজমকপূর্ণভাবে দেবী লক্ষ্মী পূজা করা হয়। দুর্গাপুজোর ঠিক পরেই কোজাগরী লক্ষ্মী পূজায় সেজে ওঠে এই গ্রাম। প্রায় শতাধিক পূজা কমিটি ধুমধাম করে লক্ষ্মী পূজার আয়োজন করে। বিশাল মন্ডপ,চোখ ধাঁধানো আলোক মেলা, নানা থিমের পুজা দেখতে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ। ১৬ -১৮ অক্টোবর চলবে এই পুজো। থাকছে কার্নিভাল ও। সমুদ্রের তলদেশের চিত্র, ইচ্ছেডানা বা রাধা কৃষ্ণের কুঠি ; এরকম নানা থিমে সেজে উঠেছে পূজা। আর তা দেখতেই আশেপাশের গ্রাম সহ কলকাতা থেকে অসংখ্য মানুষ ভীড় জমাচ্ছেন এই পুজো দেখতে ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram