RG Kar Update: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী
জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
Tags :
RG Kar Medical College RG Kar Update Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Rape Murder Droher Gallery