RG Kar Update: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
আরও খবর, মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকলো শহর বনগাঁ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ২ যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বনগাঁ থেকে পেট্রাপোলগামী ট্রাকের চাকার নীচে চাপা পড়ে মৃত্যু। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। অন্যজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Tags :
RG Kar Medical College RG Kar Update Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Rape Murder