RG Kar Update: ভাঙছে শরীর, বাড়ছে মনের জোর, দুর্যোগ মাথায় নিয়েই অনশন
ABP Ananda Live: ১০ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা, দুর্যোগ মাথায় নিয়েই অনশন। ভাঙছে শরীর, বাড়ছে মনের জোর। ধর্মতলায় অনশনের ১২দিন, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে ৬জন, এই মুহূর্তে অনশনে ৮ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলা-উত্তরবঙ্গ মিলিয়ে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬জন অনশনকারী । ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? উত্তর অধরা।
আরও খবর, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ভিডিও পোস্ট, চাকরিতে 'কোপ'। ব্যারাকপুর পুলিশে কর্মরত অস্থায়ী হোমগার্ডকে বসিয়ে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। ২১ অগাস্ট আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন হোমগার্ড। 'ভিডিও পোস্টের পর নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। 'হেনস্থা ও মানসিক নির্যাতন করছেন পুলিশ কর্তারা'। কোনও কারণ না দেখিয়েই চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ হোমগার্ডের। ১৮ অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।