Kalyan Banerjee: 'আগে শুনেছি অনশন আমরণ, এখন তো হসপিটালাইজেশন', কটাক্ষ কল্যাণের
ABP Ananda Live: ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'আগে শুনেছি অনশন আমরণ, এখন তো হসপিটালাইজেশন', কটাক্ষ কল্যাণের। 'সকালে অনশনে বসে রাতে হাসপাতালে চলে গেল, কোনও দমই নেই', জুনিয়র ডাক্তারদের কটাক্ষ কল্যাণের।
আরও খবর, '১০ টির মধ্যে ৭টি দাবি নিয়ে অগ্রগতি হয়েছে, ২ দিনে আগে কী কী কাজ করা হয়েছে, সেটাও জানানো হয়েছে। বাকি ৩টি দাবি জানানো হয়েছে, টাইমলাইন চেয়েছিল, কোনও টাইমলাইন নয়, প্রশাসনিক সিদ্ধান্ত যখন হবে জানানো হবে', বললেন মুখ্যসচিব। আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে চলছে আন্দোলন। আজ স্বাস্থ্য ভবনে ১২ টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। কিন্তু বৈঠকের পরেও কাটল না জট। বৈঠক শেষে সিনিয়র চিকিৎসকরা জানান, 'এই বৈঠক হতাশাজনক।' অন্যদিকে মুখ্যসচিব জানান, 'আমাদের পক্ষে নির্দিষ্ট টাইমলাইন দেওয়া সম্ভব নয়, জুনিয়র চিকিৎসকদের অনুরোধ করছি অনশন তুলে নিতে।'