RG Kar News: আর জি কর মেডিক্যালের ক্যাজুয়াল্টি ব্লকের ৮ তলার OT ঘিরে নতুন বিতর্ক
Continues below advertisement
ABP Ananda Live: আর জি কর মেডিক্যালের ক্যাজুয়াল্টি ব্লকের ৮ তলার OT ঘিরে নতুন বিতর্ক। 'সিবিআইয়ের সিল ভেঙে ঢোকা হয়েছিল OT-তে'। 'সিবিআই কি আদৌ তদন্ত করেছে?' 'তদন্ত না করে থাকলে কেন ভাঙা হল সিল?' প্রশ্ন তুলে বিক্ষোভে প্রতিবাদে মঞ্চ। ক্যাজুয়াল্টি ব্লকের ৪ তলার সেমিনার হলেই উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ।
আরও খবর, রাজ্য়জুড়ে বিজেপির সদস্য় সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে কালঘাম বঙ্গ বিজেপির। বাঁকুড়ায় বিজেপির সদস্য় সংগ্রহ করলে পুরস্কার মেলার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে। চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে ১৫০ জন বিজেপির সদস্য সংগ্রহ করলে একটি মোদি জ্য়াকেট। ৭৫ জন সদস্য় সংগ্রহ করতে পারলে মিলবে ১০০ টাকা। বাঁকুড়ায় বিজেপির বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder