RG Kar Issue: আর জি কর-কাণ্ডে তোলপাড়, আন্দোলনকারীদের চাপের মুখে এবার সরানো হল অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাস্টিস্টান্ট সুপার, চেস্ট মেডিসিনের এইচওডিকে

Continues below advertisement

 আর জি কর-কাণ্ডে তোলপাড়, আন্দোলনকারীদের চাপের মুখে এবার সরানো হল অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাস্টিস্টান্ট সুপার, চেস্ট মেডিসিনের এইচওডিকে।

শুক্র থেকে বুধ। পরপর ৬দিন সন্দীপ ঘোষকে সিবিআইয়ের ৭৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ৯দিনে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরাল সরকার।

আর জি কর মেডিক্যালের সুরক্ষায় আজ থেকেই ২ কোম্পানি সিআইএসএফ। ভিতরের সুরক্ষায় আধা সেনা, বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশ। 

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না কোনও সমাধানসূত্র। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপে অসহায় সরকার, দাবি তুলে আন্দোলনেই অনড়।

 সরকার থেকে সিবিআই। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। পাশে দাঁড়ালেন সিনিয়ররাও। 

 আর জি কর কাণ্ডে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিজেপির জোড়া কর্মসূচি।  শ্যামবাজারে সুকান্ত-দিলীপের সঙ্গে ধর্নার পরেই মৌলালিতে মিছিলে শুভেন্দু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram