RG Kar: 'পুলিশ দিয়ে গোটা কলকাতা শহরকে মুড়ে প্রতিবাদকে আটকাতে পারবে না', মন্তব্য সিনিয়র চিকিৎসকের

Continues below advertisement

ABP Ananda Live: 'আমরা জানতাম এটা হবে। আমরা সত্যের পক্ষে জিতব এবং যেভাবে আটকান হয়েছে এইভাবে কেউ আটকাতে পারে না। সুপ্রিম কোর্ট আগেই বলেছে শান্তিপূর্ণ আন্দোলন কেউ আটকাতে পারবে না। আজকে পুলিশ দিয়ে গোটা কলকাতা শহরকে মুড়ে আমাদের প্রতিবাদকে আটকাতে পারবেন না ওঁরা', মন্তব্য সিনিয়র চিকিৎসকের। 

আরও খবর, কলকাতা হাইকোর্টের কাছে ফের প্রশ্নের মুখে পড়তে হল কলকাতা পুলিশকে। 'সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আদালত থেকে একের পর এক রায় আসছে। এর আগে যখন ত্রিধারা সম্মিলনী থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর তাদেরকে পুলিশি হেফাজতে যেতে হয়েছিল সেই মামলাতে তাঁরা যখন জামিন পেলেন কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলাতেও এই বিচারপতি শম্পা সরকারের ঠিক একই নির্দেশ ছিল, তিনি বলেছিলেন ' প্রতিটি মানুষের এই ধরনের প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার আছে'। রাজ্যের ক্ষমতা থাকতে পারে কিন্তু রাজ্য তার যথেচ্ছ ব্যবহার করতে পারে না' । গত শুক্রবার ৯ জন তরুণের জামিন মামলায় বিচারপতির পর্যবেক্ষণ যেরকম ছিল সেই একই ধাপ আজকে আমরা দেখলাম। ক্ষমতা থাকলেই তার অপব্যবহার করা যায় না, ঠিক এই প্রশ্নেই বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার', মন্তব্য এবিপি আনন্দের প্রতিনিধির । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram