![ABP News ABP News](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/30/661f7942a2e3abe8fa2a84f9511bc6251738208672943535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=200)
RG Kar News: নতুন করে আর্জি জানালেই ভাল। RG কর-কাণ্ডে চিকিৎসকের মা-বাবাকে পরামর্শ সুপ্রিম কোর্টের।
ABP Ananda Live: আবেদনপত্রে যা যা বক্তব্য আছে সেগুলো বিতর্কযোগ্য, আপনাদের পক্ষে নতুন করে আবেদন পত্র দাখিল করলে ভাল হবে। আজ আর জি কর মামলার শুনানিতে, নিহত চিকিৎসকের মা-বাবাকে এমনই পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজকের শুনানিতে সুপ্রিম কোর্টও এও বলে যে, 'কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে, আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব?'
ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসরের পিছনে কী গল্প ? জানালেন খোদ বিভাগীয় প্রধান।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর। বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র। ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মুখে সেই পাত্রী প্রধানকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রোজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আইনি সাহায্য নিয়েছি, জানালেন অধ্যাপিকা।