RG Kar Update: আরজি কর মামলার শুনানি হচ্ছে না আজ, পিছিয়ে গেল শুনানি
ABP Anand Live: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি। আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আর জি কর মামলার শুনানি। কাল সকাল ১১টায় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। আজ নয়, কাল সকালে সুপ্রিম কোর্টে শুনানি। রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি, পিছিয়ে গেল শুনানি। আজ দুপুর ৩টের সময় শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে
কাল প্রথম মামলা হিসেবে সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি। আজই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল CBI-এর। কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? আজই জানানোর কথা ছিল রাজ্যের। 'হাসপাতাল, স্কুলের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ আটকাতে কী পদক্ষেপ?' আজই তা সুপ্রিম কোর্টে জানানোর কথা ছিল রাজ্য সরকারের।
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder SUPREME COURT RG Kar Upadte