RG Kar Live: থ্রেট কালচারের অভিযোগে স্বাস্থ্য ভবন অভিযান, পুলিশ ঢুকতে বাধা দেওয়ায় বচসা, ধস্তাধস্তি

Continues below advertisement

ABP Ananda Live: স্বাস্থ্য ভবনে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা। সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার। আর জি করকাণ্ডের আন্দোলনে যুক্ত থাকার কারণে ২ চিকিৎসককে প্রতিহিংসায় বদলির অভিযোগ। প্রতিহিংসায় বদলির অভিযোগে ডেপুটেশন সিনিয়র চিকিৎসকদের। ২ মাসের জন্য স্বাস্থ্য ভবন চত্বরে জারি ১৬৩ ধারা। স্বাস্থ্যভবন থেকে বেরনোর মুখে বিক্ষোভে আটকালেন স্বাস্থ্যসচিব।

 

আরও খবর, শাসনের খড়িবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার ২২ বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধেয় রণক্ষেত্রের চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ৫-৬ জন পুলিশ কর্মী জখম হন, শাসন থানার IC-কেও মারধর করা হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram