RG Kar Live: আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধে ৬টা, দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনের ডাক
Continues below advertisement
ABP Ananda Live: কাল সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক । ১২ ঘণ্টার অনশনের ডাক IMA হেডকোয়ার্টার জুনিয়র ডক্টর্স নেটওয়ার্কের। কাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত প্রতীকী অনশনের ডাক। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে কর্মসূচির ডাক। কাল দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনের ডাক।
আরও খবর, ধর্ষণ খুনের পর সরকারের সমালোচনায় গ্রিভান্স রিড্রেসাল সেলের প্রধান। 'সন্দীপ ঘোষ সিন্ডিকেটের পাল্লায় কলেজে কলেজে আর জি কর মডেল'। চিকিৎসকদের ১২টি সংগঠনের সঙ্গে সরকারের বৈঠকে বিস্ফোরক মন্তব্য সৌরভ দত্তর। সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের চিকিৎসকদের মারধরের অভিযোগ। মুকুন্দপুরের নার্সিংহোমে চিকিৎসক নিগ্রহ ও ভাঙচুরের অভিযোগ। রোগীর মৃত্যুর পর বিক্ষোভ আত্মীয়দের।
Continues below advertisement
Tags :
RG Kar Medical College RG Kar Update Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder