
RG Kar Update: আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট পেল তাঁর পরিবার
ABP Ananda LIVE: অবশেষে অভয়ার ডেথ সার্টিফিকেট পেল পরিবার । চিকিৎসককে ধর্ষণ-খুনের ৭ মাস পর ডেথ সার্টিফিকেট পেল পরিবার । আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট ইস্যু করল স্বাস্থ্য দফতর । ৯ অগাস্ট, ২০২৪: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন । মেয়ের মৃত্যুর ৭ মাস পরও বিচার পায়নি অভিয়ার পরিবার
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু
গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। গতকাল রাতে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।