RG kar: আর জি করে চিকিৎসকের দেহ উদ্ধারের আগের দিন থেকেই ছুটিতে যান অভীক দে, তাঁর ছুটির নেপথ্যে কী?

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর কাণ্ডে সিবিআই রাডারে নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা? ঘটনার দিন সন্দীপের সঙ্গে কী কথা? তৃণমূল বিধায়ককে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।  গতকালের পর আজও সিজিও-তে আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক। কার চাপে সন্ধের পরেও তড়িঘড়ি ময়নাতদন্ত? জানতে চায় সিবিআই।  আর জি করে চিকিৎসকের দেহ উদ্ধারের আগের দিন থেকেই ছুটিতে যান অভীক দে। নেননি কোনও অনুমতি। মগের মুলুক বানিয়ে তুলেছিলেন এসএসকেএম-কে। স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানান ডিন। ৮৫ হাজার কেন, পুজো কমিটিগুলোকে ১০ লাখ টাকা দিন! এই টাকা হয়ত কমিটি সদস্যদের কাজে লাগে। রাজ্যকে শ্লেষে বিঁধলেন হাইকোর্টের প্রধান বিচারপতির।  অনুদান নিলে আর চাঁদা নয়। আর জি কর কাণ্ডে মহিলাদের প্রতিবাদের কথা জানিয়ে এবার টাকা ফেরাচ্ছে শান্তিনিকেতনের ক্লাব। একই পথে দুর্গাপুরের পুজোও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram