RG Kar News: শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মূর্তি উধাও! ABP Ananda Live
RG Kar News: শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মূর্তি উধাও! শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে SFI-DYFI-এর ধর্নামঞ্চে বসানো প্রতীকী মুখাবয়ব উধাও! শ্যামবাজারে বাম ছাত্র-যুবর ধর্না-অবস্থান চলেছিল ৩ থেকে ২৫ সেপ্টেম্বর। বামেদের অভিযোগ, শনিবার থেকে সেই মূর্তি উধাও। DYFI-এর কলকাতা জেলা কমিটির তরফে শ্য়ামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও খবর, ফের খাকি উর্দির শাসক-আনুগত্যের ছবি। এবার মালদার মানিকচকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা গেল মানিকচক থানার IC-কে। গতকাল মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গেল মানিকচক থানার IC সুবীর কর্মকারকে। এমনকী, আব্দুর রহিম বক্সীকে মালতিপুরের বিধায়ক না বলে জেলা সভাপতি বলে উল্লেখ করেন পুলিশ আধিকারিক। মন্তব্য করতে চাননি মানিকচক থানার IC. এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএমের কটাক্ষ, পুলিশ আছে বলেই তৃণমূল আছে, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা। তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল।