RG Kar Protest: ৩ মাস পার, কবে মিলবে সুবিচার? ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ
Continues below advertisement
পরপর পিছোনোর চলতি সপ্তাহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ওঠে RG কর মামলা। শুনানিতে আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. CBI-কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আজকে ক্যালেন্ডারের হিসেবে ৩ মাস পেরোল। আমরা দেখছি সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ। তারপর গিয়ে একটা ১ ঘণ্টার শুনানি।এই গোটা বিষয়টা, আমাদের বিচার ব্যবস্থা বলুন, সিবিআই বলুন, সাধারণ মানুষের যে আস্থা -বিশ্বাস , সেটা কিন্তু ধাক্কা খাচ্ছে। এবং আমি মনে করি যতদিন না অবধি, আমাদের লড়াই, আমাদের আন্দোলন, রাজপথে থাকছে, ততদিন অবধি, এদের উপর আমরা চাপ সৃষ্টি করতে পারব না। এবং ঠিক সেই জন্যই আমরা যতদিন না অবধি আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারব, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো।'
Continues below advertisement
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Death News Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder