RG Kar Live: পুলিশ কমিশনার এবং RG করের প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে বিস্ফোরক সুবর্ণ গোস্বামী।

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় সম্পর্কে নতুন তথ্য। ঘটনার দিন হাসপাতালে তিনবার এসেছিল সঞ্জয়, খবর সিবিআই সূত্রে। প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে ঢোকে সন্ধে ৬টায়, খবর সূত্রের। সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে এক সিভিক ভলান্টিয়ার, খবর সিবিআই সূত্রে। সিভিক ভলান্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল আর জি কর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে।  আরও খবর, আরও খবর, আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। 'যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না'। 'তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন'। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে'। 'এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও'। 'কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram