Rishra Incident: রিষড়ায় তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বাবা-ছেলে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রিষড়ায় তুবড়ির মশলা তৈরির সময় বিস্ফোরণ । বিস্ফোরণে আগুন লেগে যায় বাড়ির তিনতলায় । অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বাবা এবং ছেলে । দমদলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে । 

আরও খবর..

৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি আন্দোলনকারীদের। সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আবাসের তালিকা থেকে বাদ যাওয়া নাম, ফের খতিয়ে দেখার নির্দেশ।বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা যাচাইয়ের নির্দেশ নবান্নর। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যান, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram