Rishrah: বোমা, ইটবৃষ্টি, গাড়িতে আগুন, পুলিশও আহত, উত্তপ্ত রিষড়া

রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো।

 

নতুন করে অশান্ত রিষড়া। পুলিশের (Police) গাড়িতে আগুন। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, বোমাবাজি। দীর্ঘক্ষণ হাওড়া-বর্ধমান লাইনে বন্ধ রেল। 

ফের উত্তপ্ত রিষড়া। বোমা, ইটবৃষ্টি, গাড়িতে আগুন। পুলিশও আহত। 
নিয়ন্ত্রণ নেই সরকারের, কটাক্ষ শুভেন্দুর। দেশের নিয়ন্ত্রণ আছে কেন্দ্রের? কটাক্ষ তৃণমূলের (TMC)। 

বোমা-পাথরবৃষ্টিতে ফের উত্তপ্ত রিষড়া। রেল গেটের সামনে গাড়িতে আগুন। নামল বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ, হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ। 

বিজেপি-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত কোন্নগর। রিষড়া যাওয়ার চেষ্টা সুকান্তর, পাল্টা ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে বাধা পুলিশের। দফায় দফায় হাতাহাতি, বিক্ষোভ। 

হাওড়া থেকে হুগলি, রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। বিনা প্ররোচনায় হামলা, নেপথ্যে উস্কানির অভিযোগ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola