Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস ইডি-র। ABP Ananda Live
ABP Ananda Live: নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ফের নোটিস ইডি-র। ১৯ জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। যদিও এই প্রথম নয়, এর আগেও রেশন বণ্টন দুর্নীতি মামলায় নোটিস পেয়েছিলেন ঋতুপর্ণা। সেই সময়ে হাজিরা দেননি অভিনেত্রী। আর আজ, তাঁর নতুন ছবি মুক্তির দিনই ফের নোটিস এসে পৌঁছল ঋতুপর্ণার বাড়িতে।
আজ মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'অযোগ্য'। এটিই প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি। আর সেই ছবি মুক্তির দিনই নোটিস এল ঋতুপর্ণার কাছে। এর আগে, ৩০মে, ইডির নোটিস পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, তিনি বিদেশে রয়েছেন। ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক। এরপরে আজই, ৭ জুন ফের নোটিশ পেলেন ঋতুপর্ণা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।