Malda: ভাঙনের কবলে মালদার কলিয়াচক, তলিয়ে গেল মন্দিরের একাংশ
মানিকচকের পর এবার ভাঙনের কবলে মালদার কলিয়াচক। কালিয়াচকের ৩ নম্বর ব্লকের বাড়লালপুর গ্রামে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে ভাঙন। গ্রামের মন্দিরের একাংশ ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে। ইতিমধ্যে জেলার সেচ দফতরের আধিকারিকরা ভাঙন এলাকা পরিদর্শন করে গেছেন। আতঙ্কে গ্রামের অনেক বাসিন্দাই নিরাপদ দূরত্বে সরে গেছেন।
Tags :
Malda Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News River Erosion