SSKM Missing Body Case:'চিত্রনাট্য তৈরি করছে পুলিশ', মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগে সন্দেহ মৃত বন্দির পরিবারের।ABP Ananda LIVE

Continues below advertisement

SSKM-এর মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ ঘিরে হুলস্থুল। মৃতের নাম বাবলু পোল্লে। বাড়ি হাওড়ার আমতায়। বাড়িওয়ালাকে খুনের অভিযোগে গত ১১ বছর ধরে জেলবন্দি ছিলেন বাবলু। পরিবারের অভিযোগ, সপ্তমীর দিন আমতা থানার পুলিশ জানায়, ষষ্ঠীর দিন রাতে ওই সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। নবমীর দিন SSKM-এ এসে জানা যায়, মর্গে দেহ নেই। পরিবারের দাবি, গতকাল ভবানীপুর থানার OC জানান, মৃতদেহ অন্য কেউ নিয়ে চলে গেছে। পরিবারের সন্দেহ, জেলে পিটিয়ে মেরে, অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিয়ে সাজানো চিত্রনাট্য তৈরি করছে পুলিশ। পরিবারের প্রশ্ন, ময়নাতদন্তের নির্দিষ্ট নিয়ম-কানুন থাকা সত্ত্বেও কীভাবে দেহ হস্তান্তর করা হল? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এ নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram