RSS: নেতাজির জন্মদিবস পালন করল আরএসএস। ABP Ananda Live
Continues below advertisement
নেতাজির জন্মদিবস পালন করল আরএসএস (RSS) । নেতাজির পথেই দেশ নির্মাণের বার্তা দিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এদিনই, নেতাজি-কন্যা অনিতা বসু পাফ বলেন, সব ধর্মের মানুষ যেন ভালোভাবে বাঁচার সুযোগ পান, এসব মেনে চলাই নেতাজিকে (Netaji) সম্মান জানানোর সেরা উপায়।
Continues below advertisement