Rujira Banerjee: বিমানবন্দরে 'বাধা' অভিষেক-পত্নী রুজিরাকে, হাজিরার নোটিস ED-র
ইডির লুক আউট সার্কুলার থাকায়, দুবাই যেতে পারলেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী। কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস ধরিয়েছে ইডি। এই একই মামলায় চলতি মাসের উনিশ তারিখ, দিল্লির ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য়ের আইনমন্ত্রী মলয় ঘটককে।