Saayoni Ghosh: 'মি. মালব্য, খামোশ', শত্রুঘ্ন সিনহার ডায়লগকে হাতিয়ার করে মালব্যকে পাল্টা সায়নী | Bangla News

Continues below advertisement

'মি. মালব্য, খামোশ', ট্যুইটে পাল্টা অমিত মালব্যকে আক্রমণ করলেন সায়নী ঘোষ। শত্রুঘ্ন সিনহার ডায়লগকে হাতিয়ার করে পাল্টা সায়নী।

প্রসঙ্গত, উপনির্বাচনে দুই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়। ট্যুইটে খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর (Amit Malviya)। ট্যুইটে তিনি লিখেছেন, "অনুমান করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ বলে পরিচিত দলের যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর ভাইপোর ডানা ছাঁটতে বাংলার জন্য একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।"  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram