Kultali News: পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার । কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার । গতরাতে কুলতলির চুপড়িঝাড়া থেকে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ । সাদ্দাম সর্দারের সঙ্গে মান্নান খান নামে এক ব্যক্তিকেও পাকড়াও করা হয়েছে । এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল

বিশাল প্রাসাদ, আগাপাশতলা মার্বেলে মোড়া, বাড়ির সামনে পুল, রয়েছে খচ্চর! সোনারপুরে জামালের বাড়ি যেন আস্ত একটা রিসর্ট! যে বাড়িতে বসত বিচারসভা। জমি দখল থেকে টাকা লুঠ, অভিযোগ, তৃণমূল কর্মী জামালের বিশাল সাম্রাজ্য়ের নেপথ্য়ে রয়েছে একাধিক প্রতারণা।  

অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার। কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। গতরাতে কুলতলির চুপড়িঝাড়া থেকে সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ । সাদ্দাম সর্দারের সঙ্গে মান্নান খান নামে এক ব্যক্তিকেও পাকড়াও করা হয়েছে। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram