National Medical College: সাগর দত্ত মেডিক্যালের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে 'নিগ্রহ'

ABP Ananda LIVE: আশ্বাসই সার, ফের হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগ। সাগর দত্ত মেডিক্যালের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে 'নিগ্রহ'। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। মত্ত অবস্থায় জুনিয়র ডাক্তারদের গালিগালাজ, চড়াও হওয়ার অভিযোগ পুলিশের সামনেই । অভিযোগ দায়েরে পুলিশের গড়িমসি, দাবি জুনিয়র ডাক্তারদের। ডেপুটি সুপারের ভূমিকা নিয়েও ক্ষোভ জুনিয়র ডাক্তারদের।

ডাক্তার-নার্স মার খাওয়ার পর সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর। কনস্টেবলের সংখ্যা বেড়ে হল ১২, এদের মধ্যে চারজন মহিলা কনস্টেবল। নিয়োগ করা হল আরও চারজন পুলিশ অফিসার। অর্থাৎ ১৬ থেকে বেড়ে কনস্টেবলের সংখ্যা হল ২৮। পুলিশ অফিসার চার থেকে বেড়ে হল ৮। এদের সঙ্গে ৮ জন সিভিক ভলান্টিয়ার মিলে সাগর দত্ত মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন করা হল ৪৪ জনকে। 


শুক্রবার সন্ধেয় রোগীমৃত্যুকে কেন্দ্র করে ফিমেল মেডিসিন ওয়ার্ডে তাণ্ডব, মহিলা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যসচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও জেলাশাসকের বৈঠকের পরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola