Sagardighi Bypoll : দুর্নীতি ইস্যুরই কি প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে?
Continues below advertisement
৫০ হাজারেরও বেশি ভোটে জেতা, মুর্শিদাবাদের সাগরদিঘি ( Sagardighi Bypoll ) আসনটি উপনির্বাচনে হাতছাড়া হল তৃণমূলের। বিশেষজ্ঞদের দাবি, সাধারণত উপনির্বাচনে অ্যাডভানটেজে থাকে শাসকদল। সিংহভাগ ক্ষেত্রে জয়ীও হন শাসকদলের প্রার্থীরাই ( TMC ) । আর এখানে উলটপুরাণ। কেন? স্কুলে নিয়োগ ( Recruitment Scam ) থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( PM Awas Yojna ) , মিড ডে মিল, একশো দিনের কাজ, প্রায় বছরখানেক ধরে রাজ্য়জুড়ে অন্য়তম ইস্য়ু দুর্নীতি ( Scam ) । বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে আন্দোলনের জেরেও কি ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন শাসকদলের থেকে? এতগুলো ইস্যুরই কি প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে?
Continues below advertisement