Sagardighi Bypoll : দুর্নীতি ইস্যুরই কি প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে?

Continues below advertisement

৫০ হাজারেরও বেশি ভোটে জেতা, মুর্শিদাবাদের সাগরদিঘি ( Sagardighi Bypoll ) আসনটি উপনির্বাচনে হাতছাড়া হল তৃণমূলের। বিশেষজ্ঞদের দাবি, সাধারণত উপনির্বাচনে অ্যাডভানটেজে থাকে শাসকদল। সিংহভাগ ক্ষেত্রে জয়ীও হন শাসকদলের প্রার্থীরাই ( TMC ) । আর এখানে উলটপুরাণ। কেন? স্কুলে নিয়োগ ( Recruitment Scam )  থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( PM Awas Yojna ) , মিড ডে মিল, একশো দিনের কাজ, প্রায় বছরখানেক ধরে রাজ্য়জুড়ে অন্য়তম ইস্য়ু দুর্নীতি ( Scam ) । বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে আন্দোলনের জেরেও কি ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন শাসকদলের থেকে? এতগুলো ইস্যুরই কি প্রভাব পড়ল সাগরদিঘির ভোটে? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram