
Saif Ali Khan Attacked: পশ্চিমবঙ্গে কিছু সপ্তাহ কাটিয়েছিল সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরিফুল ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশ। তারপর একাধিক রাজ্য় পেরিয়ে পৌঁছে যায় পশ্চিমবঙ্গে। সেখানে কিছু সপ্তাহ কাটিয়ে সোজা পাড়ি মুম্বইয়ে! অভিনেতা সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরিফুলের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এরাজ্য়েই অন্য়ের নামে সিম কার্ড কিনেছিল অভিযুক্ত।
চব্বিশ ঘণ্টার মধ্য়েই শিয়ালদা কোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল রাজ্য় সরকার
চব্বিশ ঘণ্টার মধ্য়েই শিয়ালদা কোর্টের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল রাজ্য় সরকার। কাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এদিকে আজও মালদার সভা থেকে, ফের সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলেছেন মুখ্য়মন্ত্রী। বললেন, "এটা জাজমেন্ট? আমি শকড্!" পাল্টা, তিলোত্তমার বাবা বলছেন, ''মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে, এগিয়ে এসে কোনও কিছু করতে হবে না, কারণ উনিই সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করেছেন।'' রাজ্য় সরকারের হাইকোর্টে যাওয়ার নেপথ্য়ে অন্য় গন্ধ পাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। তীব্র আক্রমণ করেছেন শুভেনদু অধিকারী, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীর মতো বিরোধী নেতারা।