ABP News

Saif Ali Khan : কে এই খুকুমণি ? সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় নদীয়া থেকে সন্দেহভাজনের হদিশ

Continues below advertisement

ABP Ananda LIVE : সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় এবার নদীয়ায় খোঁজ মিলল এক সন্দেহভাজনের। এই ঘটনার তদন্ত করতে আগেই মুম্বই থকেকে কলকাতা এসেছিল বিশেষ পুলিশের ফোর্স। পুলিশের সন্দেহ ছিল, মহম্মদ শরিফুল একা নয়, এই ঘটনায় যুক্ত রয়েছে আরও কেউ। সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মল শরিফুলকে। জেরায় জানা গিয়েছে, শরিফুল আসলে বাংলাদেশের বাসিন্দা। তার কাছ থেকে ভারতে থাকার কোনও নথি মেলেনি। কেবল মিলেছে বাংলাদেশের নথি। 

এই ঘটনায় শরিফুলের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি সিম কার্ড। কিন্তু সিম কার্ডগুলি শরিফুলের নামে ছিল না। যাঁর নামে সিম কার্ড ব্যবহার করছিল শরিফুল, অবশেষে তাঁর খোঁজ পেল মুম্বই পুলিশ। খবর ছিল, সিমকার্ড গুলি তোলা হয়েছিল খুকুমণি জাহাঙ্গির শেখের নামে। অবেশেষে নদিয়ার মাজদিয়ায় খুকুমণির খোঁজ পেল মুম্বই পুলিশ। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি, মুম্বই পুলিশের কাছে দাবি করেছেন খুকুমণি। হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল ফোন, দাবি খুকুমণির। সেই খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ? তদন্তে মুম্বই পুলিশ। সিম কার্ড তোলা হয়েছে খুকুমণির নামে, যাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। সিম কার্ডের মালিকের খোঁজ করতে গতকাল নদিয়ার চাপড়ায় গিয়েছিল মুম্বই পুলিশের টিম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram