Baranagar By Poll Election: ভুয়ো ভোটার সন্দেহে দুজনকে হাতেনাতে ধরলেন সজল ঘোষ | ABP Ananda live

Continues below advertisement

ABP Ananda LIVE: ভুয়ো ভোটার সন্দেহে দুজনকে হাতেনাতে ধরলেন, বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। যদিও এরপরই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। শাসক দলের দাবি, শান্তিপূর্ণ ভোটকে অশান্ত করার চেষ্টা করেছেন সজল ঘোষ ।

এই আবহে সপ্তম দফার ভোট শেষ হতেই সামনে আসছে একের পর এক সংস্যার বুথ ফেরত সমীক্ষার। আর সেইসব সমীক্ষার অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরাজ্যে সবথেকে বড় দল হতে চলেছে বিজেপি। তবে, একটি সংস্থা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে।  এ রাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল ১৩-১৭টি আসন পেতে পারে এবং বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে ১-৩টি আসন। বলছে সি ভোটার সমীক্ষা। PEOPLES INSIGHT, POLSTRAT-এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ২৪টি আসন পেতে পারে তৃণমূল। ১৭টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র ১টি আসন। CNX-এর সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৪ থেকে ১৮টি আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৬টি আসন এবং কংগ্রেস জিততে পারে ১ থেকে ২টি আসনে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram