Sajal Ghosh: 'সরকারি টাকা যাতে লুঠ করতে পারে, তার জন্য এই প্রজেক্ট তৈরি করা হয়েছে', আক্রমণ সজলের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: '১০০ দিনের টাকা পাচ্ছে না, কেন্দ্রীয় আবাস যোজনা বন্ধ হয়ে গেছে, গরু বালি এগুলোর মন্দা চলছে । গরীব মানুষদের বাড়ি দেবার জন্য এই প্রজেক্ট না, সরকারি টাকা যাতে লুঠ করতে পারে, তার জন্য এই প্রজেক্ট তৈরি করা হয়েছে', আক্রমণ সজলের । ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়। 

আরও খবর..

আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ।  মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।

সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু। 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ। একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম। শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী', প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram