Saline Incident: মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইনকাণ্ডের ছায়া সাগর দত্ত হাসপাতালে

ABP Ananda LIVE: মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইনকাণ্ডের ছায়া সাগর দত্ত হাসপাতালে। অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু হয়েছে এক প্রসূতির। হাসপাতাল সূত্রে খবর, ১০ প্রসূতির একই রকম সমস্যা হওয়ায় ওই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের পুরো ব্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৭ সদস্যের তদন্ত কমিটি।

চিনের তৈরি Howitzer মোতায়েন, যুদ্ধবিমান নিয়ে লাগাতার মহড়া; ভারত-সীমন্তে প্রস্তুতি বাড়াচ্ছে পাকিস্তান

সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, রাজস্থানের বারমেরের লঙ্গেওয়ালা সেক্টরের বিপরীতে পাকিস্তান রাডার সিস্টেম এবং বিমান প্রতিরক্ষা অস্ত্র মোতায়েন করেছে। পাকিস্তান বিমান বাহিনী একই সঙ্গে তিনটি প্রধান মহড়া পরিচালনা করছে - ফিজা-ই-বদর, লালকার-ই-মোমিন এবং জারব-ই-হায়দারি - যার মধ্যে রয়েছে F-16s, J-10s এবং JF-17s সহ তাদের সমগ্র যুদ্ধবিমান বহর।

এই মহড়া ২৯ এপ্রিল থেকেই শুরু হয়ে গেছে। এতে সাব এয়ারবোর্নের প্রাথমিক সতর্কতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বিমান রয়েছে। যা জোরদার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। আকাশপথে প্রস্তুতির পাশাপাশি, পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাইক কর্পস ইউনিটগুলি তাদের নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে। অন্যদিকে বিমানবন্দর নিরাপত্তা বাহিনীকে স্থল সম্পদ রক্ষা এবং বিমান ঘাঁটি চত্বরে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে। চিন থেকে আসা SH-15 Howitzer-গুলি পাকিস্তান সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং ইউনিটগুলিকে সামনের দিকে মোতায়েন করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola