Durga Puja 2023: রাগসৃষ্টির রহস্য নিয়ে তৈরি এজি ব্লকের পুজোর থিম 'বহমান'
সল্টলেক এজি ব্লক (AG block), এবার ৩৭ বছরের পুজো। থিমের নাম বহমান। প্রাচীন রাগের সৃষ্টি কীভাবে হয়েছিল, সেটাই তুলে ধরা হচ্ছে থিমে। মহিলা ঢাকি ও মহিলা পুরোহিতের হাতেই হবে দেবী আরাধনা।