Salt Lake Fire: শহরে ফের অগ্নিকাণ্ড, সিটি সেন্টার ওয়ানের সামনে রেস্তরাঁয় আগুন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শহর কলকাতায়। এবার আগুন লাগল সল্টলেকে। সিটি সেন্টার ওয়ানের সামনে একি রেস্তরাঁয় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু'টি ইঞ্জিন। দাউদাউ করে এখনও আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি আরও কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।'

শিশুর সঙ্গে কথা বলতে দেখে ছেলেধরা বলে সন্দেহ। বর্ধমানে মারধর করা হল এক নাবালিকা সহ ২ জনকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্তদের। অভিযুক্তদের দাবি, তারা এলাকার ভিক্ষা করতে এসেছিল। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। SP জানিয়েছেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন শণাক্ত করে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুর-অধিবেশনেও রাজ্য সরকারের  বুলডোজার অভিযানের নিন্দায় সরব হতে দেখা গেল কাউন্সিলর ও বিজেপি নেতা সজল ঘোষকে। বিরোধীদের তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola