Saltlake: সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন, চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি ঠাকুমার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে', চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের। আটকাতে যাওয়ায় ঠাকুমাকেও মারধরের হুমকি। 'নাতি চুরি করলে পুলিশের হাতে তুলে দিতে বললেও কথা শোনেনি অভিযুক্তরা', এমনই অভিযোগ ঠাকুমার প্রসেন মণ্ডলকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর করা হয় বলে অভিযোগ ঠাকুমার।
শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারির পর ফের বোসের নিশানায় রাজ্য সরকার । 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য।রাজ্যের আয়ের থেকে ব্যয় খুব বেশি, আর্থ সামাজিক উন্নয়নের জন্য খরচ করা কঠিন। এভাবে যাঁরা সাধারণ মানুষের টাকার অপচয় করছেন, তাঁদের এর মূল্য চোকানো উচিত', বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই সরকার, আক্রমণ রাজ্যপালের