Saltlake News: পুজোর রাতে রেষারেষিকে কেন্দ্র করে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা

পুজোর রাতে রেষারেষিকে কেন্দ্র করে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। গাড়ি ভাঙচুর থেকে মারধর বাদ গেল না কিছুই। সল্টলেকের সুকান্তনগরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল বলে খবর। অভিযোগ, একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ, বেধড়ক মারধরের অভিযোগ গাড়ির তিন আরোহীকে। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola