
BJP News: এবার সল্টলেকের করুণাময়ীতে হিন্দুত্বের বার্তা দিয়ে প্রচার বিজেপির
ABP Ananda Live: হিন্দুত্বের ধ্বজা উড়িয়েই ছাব্বিশের ভোট-বৈতরণী পার হওয়ার ভাবনা বিজেপির। জেলার পর এবার সল্টলেকের করুণাময়ীতে হিন্দুত্বের বার্তা দিয়ে শুরু হল প্রচার। বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙানো হয়েছে। কোনও ফ্লেক্সে লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই,সামনে রামনবমীতে এক হওয়া চাই। কোনওটায় আবার লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, রাজ্যে পুলিশের সুরক্ষা চাই। কোথাও লেখা আছে, হিন্দু হিন্দু ভাই ভাই, সরস্বতী পুজোয় পুলিশি প্রহরা না চাই। কোথাও কোথাও তৃণমূলের পোস্টারের পাশেই দেখা গেছে বিজেপির এই ফ্লেক্স।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ। খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। CBI-এর মামলায় জামিনের আবেদন খারিজ। 'তদন্ত এখনও শেষ হয়নি, পুরসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে', দাবি CBI-এর।