Saltlake News: রাতের সল্টলেকে রাস্তা থেকে উদ্ধার যুবকের দেহ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রাতের সল্টলেকে রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ । পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ সল্টলেকের ৫ নম্বর জলট্যাঙ্কের কাছে ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় । যুবকের পাশেই পড়েছিল তাঁর স্কুটার । 
বিধাননগর উত্তর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায় । কীভাবে এবং কী কারণে মৃত্যু, তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে যোগেশচন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে যোগেশচন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো। যোগেশ চন্দ্র চৌধুরী ডে ও ল কলেজের সরস্বতী পুজো করতে হবে কলকাতা পুলিশের এক যুগ্ম কমিশনারের নজরদারিতে। নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর

বাসন্তী পোদ্দার, উর্মিলা ভুঁইয়া, বিনোদ রুইদাসের পর এবার অমিয় সাহা। মহাকুম্ভে গিয়ে মৃত্যু মালদার বৈষ্ণবনগরের যুবকের। মহাকুম্ভে দুর্ঘটনায় মৃত্যু ২৮ বছরের অমিয় সাহার।  পূণ্যস্নান করে ফেরার পথে হুড়োহু়ড়ি ও ধাক্কাধাক্কিতে পরিবারের থেকে আলাদা হয়ে যান। প্রবল ধাক্কাধাক্কিতে বুকে আঘাত পান ওই যুবক, বুকে যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola